ঢামেক হাসপাতালে নতুন পরিচালক
দেশের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এই নতুন দায়িত্বে এসেছেন। সোমবার জন প্রশাসন মন্ত্রণালয় এই নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে বলে সূত্র জানিয়েছে।
একই সঙ্গে বর্তমান পরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানকে ওষুদ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিককে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এসএ/আরএস/আরআই