স্বাধীনতা দিবসে পেট্রোলের দাম কমছে ভারতে


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৪ আগস্ট ২০১৪

ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে পেট্রোলের দাম ২ টাকা কমানো সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) উপলক্ষে ভারতীয় সময় দিনগত রাত ১২টা থেকে এ দাম কর্যকর হবে বলে জানিয়েছে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকেই কম দামে পেট্রোল পাবেন ক্রেতারা। এটি কার্যকর হলে চলতি মাসে দুইবার পেট্রোলের দাম কমবে ভারতে।

এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কোম্পানির চেয়ারম্যান বি অশোক আগেই জানিয়েছিলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত কয়েক দিনে কিছুটা কমেছে। যে কারণে দেশেও পেট্রোলের দাম কমানো হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।