আইপিইউ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে


প্রকাশিত: ০১:১০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন। বৈঠকে তারা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্রসমূহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানরা অংশ নেবেন।

এইচএস/আরএস/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।