ডিএনসিসি মার্কেটের একাংশে ক্ষতি ৬০০ কোটি টাকা


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

অগ্নিকাণ্ডে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের একাংশে (কাঁচা মার্কেট) ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান।

বুধবার দুপুরে চেয়ারম্যান শের মোহাম্মদ জাগো নিউজকে বলেন, কাঁচা মার্কেটে মোট ৪০০ দোকান ছিল। আগুনে দোতলার মার্কেটটি পুরোপুরি ধসে পড়েছে। আমরা প্রাথমিকভাবে বৈঠক করে হিসাব করে দেখেছি আমাদের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে সবজি ও মুদি ব্যবসায়ীদের পার্কিংয়ের জায়গায় অস্থায়ীভাবে বসানোর ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় মার্কেটের দুই অংশের অধিকাংশ দোকানই পুড়ে গেছে। এছাড়া ৪০০ দোকানসহ ধসে পড়েছে মার্কেটের একাংশ। আগুনে দোকান মালিকরা সর্বস্বান্ত হয়ে গেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফের আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর থেকেই ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে মার্কেটে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জানান এটি দুর্ঘটনা।

এআর/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।