মধ্যরাতে আবারও ভূমিকম্প


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

দেশজুড়ে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার।

এর আগে বিকেলেও ত্রিপুরাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

বাংলাদেশ আবহাওয়া অধিদফর সূত্রে জানা গেছে, বিকেলে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

বিকেলের ভূমিকম্পে ত্রিপুরায় আতঙ্কগ্রস্ত হয়ে এক নারীর মৃত‌্যু এবং চারজন আহতের খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।