ব্যবসায়ীদের অভিযোগ নাশকতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা নয়, নাশকতা বলে অভিযোগ করেছেন দোকান মালিক সমিতির নেতারা। তারা বলছেন, ‘ইচ্ছাকৃতভাবেই দোকানে আগুন দেয়া হয়েছে।’

যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এ অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র বলেন, ‘মার্কেটের অগ্নিকাণ্ড কোনো নাশকতা নয়, এটি দুর্ঘটনা। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

কিন্তু ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ডিসিসি কাঁচাবাজার দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বলেন, ‘ডিসিসি মার্কেটে পরিকল্পিতভাবেই আগুন দেয়া হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, নাশকতা। কারণ, এতো খোলামেলা জায়গায় কেন আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি? ফায়ার সার্ভিসের লোকজন আন্তরিকভাবে কাজ করেনি। যে কারণেই এ সন্দেহ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন তাদের দোকান থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা করছে। এ মার্কেটটিকে সিটি কর্পোরেশন একটি ডেভেলপার কোম্পানিকে দিয়েছে। তারা আমাদের উঠিয়ে দেয়ার চেষ্টা করছে। মার্কেটটি নিয়ে আদালতে মামলা রয়েছে। সিটি কর্পোরেশন আমাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে। মেয়রের অনুরোধে আমরাও একটা প্রস্তাব দিয়েছি।’

nashokota

মঙ্গলবার বেলা দেড়টায় ডিসিসি কাঁচাবাজার সুপার মার্কেটের সভাপতি শের মোহাম্মাদ বলেন, ১৯৮৩ সালে মার্কেটটি নির্মাণ করা হয়। ওই সময়ই ৪০০টি দোকান নিয়ে দ্বিতলা ভবন নির্মিত হয়। ছয়তলা ফাউন্ডেশনের মার্কেটটি পরে ১৯৯৬ সালে বর্ধিত করা হয় তিন তলায়।

তিনি বলেন, ‘সম্প্রতি সিটি কর্পোরেশন মার্কেট সরানোর জন্য মামলা করে। নিম্ন আদালতেই দুটি মামলার বিচার প্রক্রিয়া চলছে। আদালত ব্যবসায়ীদের পুনর্বাসনের শর্তে মার্কেট সরানোর কথা জানালেও মানতে নারাজ সিটি কর্পোরেশন। সে কারণে প্রায়ই সিটি কর্পোরেশন কর্তৃক বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।’

কোনোভাবেই মার্কেট সরাতে না পেরে সিটি কর্পোরেশনের অসাদু লোকজন গভীর রাতে মার্কেটে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডিসিসি কাঁচাবাজার সুপার মার্কেটের সহ-সভাপতি হুমায়ুন সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ‘আমরা এর সঠিক তদন্ত চাই। আমাদের পথে বসার দশা হয়েছে, যা ছিল সব পুড়ে শেষ।’

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের লোকজন সঠিকভাবে কাজ করেনি। যার কারণে তাদের ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তাদের উঠিয়ে দিতেই এ পরিকল্পনা করা হতে পারে। এজন্য ফায়ার সার্ভিসের শাস্তি দাবি করেন তারা।

এমএসএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।