কোয়ার্টারের সঙ্গী হলো পাকিস্তান


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৫ মার্চ ২০১৫

সরফরাজ আহমেদের ব্যক্তিগত শতকে ২৩ বল ও সাত উইকেট হাতে রেখে আইরিশদের বিরুদ্ধে সহজেই জয় পেল পাকিস্তান। আর এ জয়ে কোয়ার্টার ফাইনালের যাত্রায় সঙ্গী হলেন পাকিস্তান।

রোববার অস্ট্রেলিয়ার এ্যাডিলেইড ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ ওভার খেলে ২৩৭ রান করেছে আইরিশরা। উইলিয়াম পোর্টারফিল্ডের শতকে ভর করে সব উইকেট হারিয়ে তারা এই রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ তম ওভারে ফিরে যান আহমেদ শেহজাদ। স্টুয়ার্ট টম্পসনের বলে এড জয়েসের তালুবন্দি হন তিনি। ২৫ তম ওভারে রান আউট হয়ে যান হারিস সোহেল। মিসবাহ আউট হন দলীয় ২০৮ রানে। এরপর সরফরাজ-আকমল দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।