বেসামরিক বিমানের অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির সুপারিশ
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ২০০৯ -১০ অর্থবছরের হিসাবের ওপর অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সভায় ২০০৯ -১০ অর্থবছরের হিসাবের ওপর অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম এবং বেগম ওয়াসিকা আয়েশা খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আদায় ব্যবস্থাপনার উপর ২০০৯-১০ অর্থ বছরের হিসাবের ওপর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-১০ এর আপত্তির অনুচ্ছেদ ১,২,৩,৪,৫,৮, ১০, ১১,১৫,১৬ ও ১৭ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
সভায় স্ক্যানিং মেশিন পরিচালনা কর্তৃপক্ষ এভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (বিডি) লিঃ-এর নিকট রয়্যালটি বাবদ ২ কোটি ২১ লাখ ৩৬ হাজার ১শ’ ৯১ টাকা অনাদায় এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমিক রানওয়েসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি বিনামূল্যে ব্যবহারের সুবিধা প্রদান করায় সংস্থা বছরে বিপুল অংকের রাজস্ব প্রাপ্তি বঞ্চিত মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে প্রমানক অনধিক ৭ কর্মদিবসের মধ্যে জমাদান সাপেক্ষে আপত্তি দু`টি নিষ্পত্তির সুপারিশ করা হয়।
এছাড়া সভায় বিভিন্ন বিমান সংস্থার নিকট এ্যারোনটিক্যাল ও নন এ্যারোনটিক্যাল চার্জ এবং অন্যান্য ভাড়া বাবদ ৮ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৫৮২ টাকা, ৪ কোটি ৪৫ লাখ ২৩১ দশমিক ৩৮ মার্কিন ডলার অনাদায়ী এবং মর্মে উত্থাপিত অডিট আপত্তির টাকার অংকের বিভ্রান্তি দূরীকরণে বিমান ও অডিট অফিসের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক আয়োজন করার পরামর্শ দেয়া হয়। একই সাথে সভায় বিমানের নিকট পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ, সম্মুরক টাকার দাবিনামা আদালতে উপস্থাপন, অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ, মোট টাকার উপর নির্ধারিত হারে সুদ আরোপ এবং দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সভায় আরো বলা হয়, বিভিন্ন এয়ারলাইন্সের নিকট অবতরণ ও অবস্থান চার্জ বাবদ বকেয়ার কারণে সংস্থার আর্থিক ক্ষতি ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৬৮৫ টাকা, বিভিন্ন বিমান সংস্থার নিকট হতে সারচার্জসহ ল্যান্ডিং চার্জ আদায় না করায় সংস্থার ৯৪ লক্ষ ২০ হাজার ৮শ’ ৩৩ দশমিক ৮২ মার্কিন ডলার ও সারচার্জসহ অভ্যন্তরীণ অবতরণ চার্জ এবং এম্বারকেশন ফি বাবদ ৯ কোটি ৪৯ লক্ষ ৯০ হাজার ৯৩২ টাকা অনাদায়।
এছাড়া এম্বারকেশন ফি বাবদ ৪ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার ১ শত ৭০ টাকা অনাদায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের ও সরকারি সংস্থা কর্তৃক ব্যবহৃত কক্ষ ভাড়া বাবদ ১ কোটি ৫৮ লক্ষ ১১ হাজার ৭০৪ টাকা বকেয়া, বিভিন্ন এয়ারলাইন্স/প্রতিষ্ঠানের নিকট হতে টার্মিনাল ভবনে অবস্থিত বিভিন্ন কক্ষ / জায়গার ভাড়া বাবদ ২৭ কোটি ৯২ লক্ষ ৪২ হাজার ৯ শত ৭০ টাকা অনাদায়ী এবং বিভিন্ন এয়ারলাইন্সের নিকট ওভার ফ্লাইং চার্জ ও বোর্ডিং ব্রীজ চার্জ বাবদ ৯৩ লক্ষ ৩৬ হাজার ৮৬৫ টাকা অনাদায়ে রাজস্ব ক্ষতি হয়েছে। এ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিমানের নিকট পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ, অনাদায়ী অবতরণ অবস্থান চার্জ, এম্বারকেশন ফি,কক্ষ ভাড়া ও জায়গা ভাড়ার টাকা অনধিক ৩ ও ৬ মাসের মধ্যে আদায়ের ব্যবস্থা গ্রহণ, মোট টাকার উপর নির্ধারিত হারে সুদ আরোপ এবং দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
একই স্থানে ইতোপূর্বে দরপত্রের ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ দরে ইজারা প্রদানের অনুমোদনের পর আবেদন অনুযায়ী দর কমিয়ে দেয়ায় ৪০ লাখ ৫৯ হাজার ৯৫৫ টাকা ক্ষতি মর্মে এবং বিমান অবতরণ ফি বিলম্বে আদায়ের জন্য সারচার্জ বাবদ ২৭ লাখ ৪৫ হাজার ১৪১ টাকা অনাদায়ী উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে বিমানের নিকট পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ সচিব ও মন্ত্রী প্রদত্ত সিদ্ধান্ত অনধিক ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে সভায়।
সভায় সিএন্ডএজি মাসুদ আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ খোরশেদ আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অডিট অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস/আরআই