কমার্স মার্কেটের ব্যবসায়ীদের আহাজারি
রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন আট ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা যায়নি। এ আগুন গুলশান কমার্স মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এতে করে কমার্স মার্কেটের ব্যবসায়ীদেরকে আহাজারি করতে দেখা গেছে । তারা বলছেন- ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে বিলম্ব করছে। তাদের (ফায়ার সার্ভিসের) কাছে পর্যাপ্ত পানি নেই। এ নিয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক কর্মীরা ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন।
কমার্স মার্কেটের ব্যবসায়ী মুকসেদুল। তিনি পলাশি ইন্টারপ্রাইজের মালিক। তার এসি ও ফার্নিচারের ১০টি দোকান আছে এ মার্কেটে। তিনি আহাজারি করছিলেন। জাগো নিউজের এ প্রতিবেদকের সামনে এসে তিনি বলছিলেন- ‘আপনারা শুধু আগুনের নিউজ করিয়েন না। আগুন নেভানোর ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিসের কাছে পানি নেই।’ তাই আগুন নেভাতে দেরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন আর আহাজারি করে বলেন ‘আমার কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেল।’
এ বিষয়ে নুরুল হক নামে এক ফায়ার ফাইটার বলেন- রাত ২টার সময় আমরা এসেছি। ঘুম নেই, খাওয়া নেই। এখনো কাজ করে যাচ্ছি। আমাদের কাছে পানির সঙ্কট নেই বলে তিনি দাবি করেন।
রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুনে মঙ্গলবার সকালের দিকে ধসে পড়া অংশে আগুন হঠাৎ তীব্র হয়ে উঠে। আগুনে ইতোমধ্যে ডিসিসি মার্কেটের ৬ শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সোমবার রাত আড়াইটা থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
জেইউ/জেডএ/এমএস