রাজউকের প্রতি অসন্তুষ্ট গৃহায়ণ মন্ত্রী


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৫ মার্চ ২০১৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি অসন্তুষ্ট খোদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাজউক নিয়ে নিজের ক্ষোভ ও অসন্তুষ্টির কথা জানান।

মন্ত্রী বলেন, রাজউকের কিছু কর্মকর্তা কর্মচারী ঠিকমতো দায়িত্ব পালন করে না। তারা অনিয়ম ও দুর্নীতি করে। এটি বন্ধ করতে হবে। রাজউকের জনবল আছে, তারপরও ভবন নির্মাণ থেকে শুরু করে সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তাদের চোখের সামনেই সব হচ্ছে। পরিদর্শকরা মাঠে রয়েছেন কিন্তু, ব্যবস্থা নিচ্ছেন না। এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীর চিত্র পাল্টাতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিতে হবে। তখনই বিশেষ এলাকগুলোতে বিশেষ পরিদর্শন চালিয়ে ব্যবস্থা নেওয়া যাবে।

পহেলা জুলাই থেকে রাজউক পূর্বাচলে ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেওয়া শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ৬০ শতাংশ উন্নয়ন কাজ শেষ হয়েছে। ওই এলাকা হবে সম্পূর্ণ সবুজ ও নির্ভরশীল এলাকা। এখানে আলাদাভাবে সব সুবিধা থাকবে।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।