খাগড়াছড়িতে ৩ পুলিশ সদস্য আহত
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে পদযাত্রাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কার্বারীটিলা নামক এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সাথে ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে এই ঘটনা ঘটে।
এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ সদস্য ও ২ বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা দীঘিনালা-বাবুছড়া সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
ইউপিডিএফ সমর্থিত ভূমি রক্ষা কমিটির সদস্যরা দীঘিনালা উপজেলা সদর থেকে বিক্ষোভসহ নির্মানাধীন বাবুছড়া বিজিবি ব্যাটালিয়নের দিকে যেতে চাইলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কয়েক দফা বাঁধা দেয়। সর্বশেষ বাবুছড়ার কাছাকাছি কার্বারীটিলা এলাকায় পুলিশ ও সেনা ব্যারিকেড ভেঙ্গে বিজিবি ব্যাটালিয়নের দিকে যাওয়ার সময় ভুমি রক্ষা কমিটির সদস্যদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে অন্তত ৩জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও লাঠির আঘাতে ভুমি রক্ষা কমিটির ২জন আহত হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে, ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপন নিয়ে গ্রামবাসীর সাথে বিরোধের জের ধরে গত বছরের ১০ জুন সন্ধ্যায় আরো একবার অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এদিকে পাহাড়ীদের অভিযোগ, বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের ফলে ওই এলাকার অন্তত ২১টি পাহাড়ী পরিবার ভূমিহীন হয়েছে।
এমজেড/আরআইপি