নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ, আহত ২


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৪ মার্চ ২০১৫

রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে সাদিয়া আফরিন (৩২) নামেরর গৃহবধূসহ দুইজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আহত অপরজনের নাম মাহাম্মদ আবু হানিফ (৪৫)। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদিয়ার স্বামী তারেক আজিজ জানান, তাদের বাসা নাখালপাড়ায়। বিকেলে স্ত্রীসহ তিনি নিউমার্কেটে কেনাকাটা করতে আসেন। এ সময় হঠাৎ করে কে বা কারা ককটেল ছুড়ে মারে। এতে সাদিয়া মারাত্মক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রোমানা আহমেদ জানান, সাদিয়ার আঘাত মারাত্মক। তার মাংস থেঁতলে গিয়ে হাড় ফ্র্যাকচার হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) সেন্টুচন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।