দিলকুশায় আগুন : ফায়ার সার্ভিস কর্মীসহ অসুস্থ ৪


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৪ মার্চ ২০১৫

রাজধানীর বানিজ্যিক এলাকা মতিঝিলের দিলকুশার মিয়া আমান উল্লাহ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে মাসুদ রানা নামে এক ভবনের নিরাপত্তা কর্মীর পা কেটে গেছে।

অসুস্থ অন্যরা হলেন- ফায়ার কর্মী এস ও আজাদ, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক কাজী আনোয়ার হোসেন ও জাকারিয়া আহমেদ। অসুস্থদের রেড ক্রিসেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সেবিকারা এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছ্নে।

সর্বশেষ রাত সোয়া ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট। ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে মতিঝিল থানা পুলিশ, র্যাব-৩, ও ওয়াসার কর্মীরা। এছাড়া তাদের সঙ্গে যোগ দেন ইউনূস টাওয়ারের নিজস্ব ফায়ার কর্মীরা।

এর আগে শনিবার ৩টা ২০ মিনিটের দিকে ৬৩ দিলকুশা মিয়া আমান উল্লাহ ভবনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের অফিস থেকে মূলতঃ আগুনের সূত্রপাত। আগুনে দ্বিতীয় তলার পুরো অফিস কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কালো ধোঁয়ায় ঘটনাস্থলের কিছু দূরে অবস্থিত ইউনূস টাওয়ার, জীবন বিমা টাওয়ার, হোটেল পূর্বানী, শিল্প ভবনসহ সমগ্র এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে যানবাহনসহ পথচারীর সংখ্যাও।

এছাড়া আগুন লাগার এই ভবনের বিপরীত পাশেই বঙ্গভবন এলাকা। ভবনটি পাশের ভবনে মার্কেন্টাইল ব্যাংকের হেড অফিস। এছাড়া আরও বেশ কয়েকটি ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বানিজ্যিক কার্যালয় রয়েছে বলে জানা গেছে। ভবনটিতে বেসরকারি আল আরাফাহ ইসলামি ব্যাংক, প্রাইম ব্যাংকের আঞ্চলিক শাখা, ইসলামী বাংকের শাখা রয়েছে।

# এখনও জ্বলছে দিলকুশার আগুন

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।