ফারাবীর বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৪ মার্চ ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে। শনিবার রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্ট ২০০৬ ও সংশোধনী ২০১৩ অনুযায়ী এ মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নগেন্দ্র কুমার দাস আরও জানান, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাবী বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের হুমকি দিয়ে এসেছেন।

এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মুক্তমনা লেখিকা তসলিমা নাসরিনের কলাম ছাপানোর কারণে পত্রিকার সম্পাদক নঈম নিজামকে হুমকি দিয়েছিলেন ফারাবী। এসব ঘটনায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো।

জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।