জাতীয় গ্রীডে যোগ হল ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৪ মার্চ ২০১৫

জাতীয় গ্রীডে যোগ হল ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নতুন দুটি ইউনিটের উৎপাদন শুরু হওয়ায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বিদ্যুৎ ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নতুন দুটি ইউনিট থেকে জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সূত্র জানায়, গত বছরের শুরুতে কোরিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান হুন্দাই ও ইউনাইটেড গ্রুপ লি. তিন হাজার ছয়শো কোটি টাকা ব্যয়ে দুইশো ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও দুইশো ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ শুরু করে।

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।