রাবি`র স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৪ মার্চ ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেধা পুরস্কার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের শিক্ষক সৈয়দা দিলরুবা ও নূরজাহান বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা ও রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক। এসময় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ লায়লা আরজুমান বানু।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।