ইবোলায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৩ মার্চ ২০১৫

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার বাসিন্দা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। -খবর এএফপি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ায় প্রাণঘাতী এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই তিন দেশে ২৪ হাজার ৩৫০ জনের শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়েছে। এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত ১০ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ইবোলায় আক্রান্ত হয়ে মালিতে ৬ জন, যুক্তরাষ্ট্রে ১ জন ও নাইজেরিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। এই দেশগুলোকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।