বিদ্যুৎ খাতে ৩শ কোটি ডলার বিনিয়োগ করবে ভারত


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১২ মার্চ ২০১৫

বাংলাদেশে ৩ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চারটি বিদ্যুৎ প্লান্ট স্থাপনে তিনশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে রিলায়েন্স গ্রুপ ১৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ক্রমান্বয়ে তা তিনশ’ কোটি ডলারে উন্নীত হবে। এ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান সতীশ শেঠ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বদ্বীপ চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম এবং জ্বালানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানী ও পেট্রবাংলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১৫০ কোটি ডলার ব্যয়ে রিলায়েন্স গ্রুপ এলএনজি-ভিত্তিক ৭৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ প্লান্ট স্থাপন করবে। দ্বিতীয় পর্যায়ে তারা একই ক্ষমতাসম্পন্ন আরেকটি এলএনজি-ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট স্থাপন করবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ প্লান্টের স্থান নির্ধারণ এবং প্রাথমিক কারিগরি দিক বিবেচনা করার লক্ষ্যে আজকের বৈঠকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ প্লান্ট দুটি মহেশখালী ও মেঘনাঘাটে স্থাপনের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। কমিটিতে রিলায়েন্স গ্রুপের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন। আগামি এক মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ড. চৌধুরী বলেন, রিলায়েন্স গ্রুপ একটি ভাসমান এলএনজি টার্মিনালও নির্মাণ করবে। তারা বিদ্যুৎ প্লান্টগুলোতে সরবরাহ করার জন্য নিজেরাই এলএনজি আমদানি করবে। বিদ্যুৎ প্লান্টের প্রথম ইউনিট আগামী আড়াই বছরের মধ্যে উৎপাদনে যাবে। রিলায়েন্স গ্রুপ পুরো বিনিয়োগ বহন করতে সম্মত হয়েছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।