ইবোলা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে দেশে নিচ্ছে যুক্তরাজ্য


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১২ মার্চ ২০১৫

সিয়েরা লিয়নে ইবোলায় আক্রান্ত এক ব্রিটিশ নারী স্বাস্থ্যকর্মীকে চিকিৎসার জন্যে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার তার ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক মুখপাত্র বলেন, লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে চিকিৎসার জন্যে সামরিক বাহিনীর চাকরিতে নিয়োজিত ওই নারীকে দেশে ফিরিয়ে আনার জন্যে বুধবার রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমান পাঠানো হয়।

সিয়েরা লিয়নে ইবোলায় আক্রান্ত ওই নারী তৃতীয় ব্রিটিশ নাগরিক। উইলিয়াম পুলি ও পলিন ক্যাফারকে নামে দুই নার্স যুক্তরাজ্যে চিকিৎসার পর আরোগ্য লাভ করেন।

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুসারে, ২০১৩ সালের ডিসেম্বর থেকে সিয়েরা লিয়েন, গিনি ও লাইবেরিয়ায় ইবোলা ছড়িয়ে পড়লে এ পর্যন্ত ৯ হাজার ৯শ’রও বেশি লোক মারা যায়। সূত্র : বাসস

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।