সিএমএম আদালতে বোমা বিস্ফোরণ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ মার্চ ২০১৫

রাজধানী ঢাকার সিএমএম আদালতের পুরাতন ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় ভবনের নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে সিএমএম আদালতের নিচতলার বারান্দায় ৩১ নম্বর এজলাসের সম্মুখে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুরো আদালত চত্বরজুড়ে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি করে।

পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রসিকিউশন আমিনুর রহমান জানান, একটি মোবাইল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ফলে ঘটনার দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করা যাবে। ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ও ডিভাইস দেখা গেছে।

পুলিশের অপর একটি সূত্র জানায়, এটা একটি শক্তিশালী বোমা। অনেকটা টাইমবোমার মতো। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।