প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিআইএ`র ৫০ লাখ টাকা অনুদান
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করেছে বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন এ চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় বিআইএ’র সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এনামুল হক খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী জাহিদ মালেক ব্যাক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। এ সময় উপমন্ত্রীর আত্মীয় রুবিনা হামিদ উপস্থিত ছিলেন।
আরএস/আরআই