একরাম হত্যা মামলা : প্রধান আসামি মিনারের জামিন স্থগিত


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১২ মার্চ ২০১৫

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ১ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ জামিন আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধির এ আদেশ দেয়। এর আগে গত ৫ মার্চ জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে মিনারের পক্ষে শুনানি করেন এডভোকেট এম কে রহমান।

এর আগে ২ মার্চ হাইকোর্ট মিনারের জামিন মঞ্জুর করে। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত একরামুল হকের বড় ভাই মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরো ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।