সালাহ উদ্দিনের সন্ধান চেয়ে হাইকোর্টে স্ত্রীর রিট


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১২ মার্চ ২০১৫

২৪ ঘণ্টার মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট করেন। দুপুরের পর এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করবেন বলে জানিয়েছেন অপর আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

হাসিনা আহমেদের অভিযোগ, সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় তিনি উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে দাবি করেন, সালাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ :ধরে নিয়ে গেছে।

তবে মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, পুলিশ সালাহ উদ্দিনকে আটক করেনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দল ও জোটের পক্ষে নিয়মিত বিবৃতি দিয়ে আসছিলেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।