সম্প্রচার নীতিমালা করেও ক্ষমতায় থাকা যাবে না
সম্প্রচার নীতিমালা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আপনার বাবাও এভাবে ক্ষমতায় থাকতে পারেনি। আর আপনিও পারবেন না। জনগণ আপনাকে উৎখাত করবেই।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাস কর্তৃক আয়োজিত গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী সম্প্রচার নীতিমালা আইনের বিরুদ্ধে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।
রফিকুল বলেন, সরকার আগেই বলেছিল আমরা বেসরকারি চ্যানেলগুলোকে লাইসেন্স দিচ্ছি, টাকা দিচ্ছি অথচ আমাদের বিরুদ্ধে কথা বলছে। তখন থেকেই আমরা আশঙ্কা করেছিলাম সরকার গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ নিতে পারে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের আড়ালে এক দলীয় শাসনের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠা করছে সরকার। জনগণের টাকায় পরিচালিত সরকারি বাহিনী এখন সরকারের ব্যক্তিগত বাহিনীতে পরিণত করেছে। সরকারের বাকশালী শাসনকে প্রতিহত করতে সাংবাদিকসহ দেশের সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরিফুর রহমান মোল্লা। এ সময় জাসাসের কেন্দ্রীয় সভাপতি মুনির খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।