কুমিল্লায় পাসের হার ৭০.১৪


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০১৪

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭০ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বুধবার সকালে  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ৭০ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে অংশ নেয় মোট ১ লাখ ৩০ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ হাজার ৪২৬ জন পাস করেছে।

এ বছর ফলাফলে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।