দিনাজপুর বোর্ডে জিপিএ ৫-পেয়েছে ৪,৪৭৪ শিক্ষার্থী


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০১৪

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৪ দশমিক ১৪ শতাংশ। এবার পরীক্ষায় ৯৮ হাজার ২৮৭ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন।

এ বোর্ডে গতবারের চেয়ে ফলাফল ভাল হয়েছে। গত ২০১৩ সালের এইচএসসিতে এই বোর্ডে পাশের হার ছিল ৭১ দশমিক ৯৪ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবার পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ ও তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।