কোয়ার্টার ফাইনালে প্রভাষ আমিনের পছন্দ ভারতকেই


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১১ মার্চ ২০১৫

আমার পছন্দ ভারত, আপনার? কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে সবাই ধরে নিচ্ছেন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ যদি গ্রুপে চতুর্থ হয়, তাহলেই ভারতকে পাওয়া যাবে। ভারতকে পেলে আমার আপত্তি নেই, আসলে কাউকে নিয়েই আপত্তি নেই। বাংলাদেশ এখন যে মুডে আছে, কোনো দলই অজেয় নয়।

বরং আমার ধারণা ভারতই বরং বাংলাদেশকে এড়ানোর চেষ্টা করবে। কারণ ২০০৭ সালে ভারতের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের সেরা খেলোয়াড় এখন বাংলাদেশের অধিনায়ক। আর মাশরাফি বরাবরই ভারতের বিপক্ষে দুর্দান্ত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ ম্যাচেই তামিম ইকবালকে চিনেছিল বিশ্ব। তামিম নিশ্চয়ই জানেন, সকল সমালোচনার মোক্ষম জবাব ব্যাট। আর পুরোনো প্রিয় প্রতিপক্ষ ভারতকে পেলে নিশ্চয়ই তামিমের মনে পড়ে যাবে সেই দিনগুলো। আর এখন দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকও দারুণ খেলেছিলেন সেই ম্যাচে। তারা নিশ্চয়ই সেই স্মৃতি ফিরিয়ে আনতে চাইবেন।

তবে কোয়ার্টার ফাইনালের আগে আরেকটা ‘ছোট্ট’ ম্যাচ আছে বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। ‘ছোট্ট’ ম্যাচ বলছি, কারণ নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের পারফরম্যান্সের পরিসংখ্যান। বাংলাদেশ-নিউজিল্যান্ড গত ৭ ম্যাচের পরিসংখ্যান হলো ৭-০। এমন একতরফা প্রতিপক্ষের সাথে খেলে মজা নেই।

নিউজিল্যান্ডকে আমরা হোয়াইটওয়াশ করেছি। এবার অবশ্য সিঙ্গেল ওয়াশ হলেই হবে। এবার আমাদের প্রতিপক্ষ আসলে নিউজিল্যান্ড নয়, ল অব অ্যাভারেজ। টানা এমন জয় ক্রিকেট ভালো চোখে দেখে না। আর নিজেদের মাটিতে নিউজিল্যান্ড জেতার চেষ্টা করবে। তবে আমাদের কোসো সমস্যা নেই। নিউজিল্যান্ডকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা।

কোয়ার্টার ফাইনালে চোকার দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দাপুটে জয় আছে বাংলাদেশের। আর নিউজিল্যান্ডের সাথে হেরে গেলে প্রতিপক্ষ ভারত। শিকার হিসেবে ভারত বা দক্ষিণ আফ্রিকা, দুটোই আমার কাছে সমান উপাদেয়। তবে ভারতকে পেলে বেশি খুশী।

এই দাদারা আমাদের ক্রিকেট নিয়ে টেবিলে অনেক নয়-ছয় করার চেষ্টা করে। টেবিলের জবাব আমরা দিতে চাই মাঠে। অভিষেক টেস্টে ভারত আমাদের প্রতিপক্ষ হলেও, এরপর গত ১৪ বছরে ভারত একবারও আমন্ত্রণ জানায়নি আমাদের। ভারতের খেলোয়াড়রা সুযোগ পেলেই আমাদের ক্রিকেটকে হেয় করার চেষ্টা করেছে। তাই কোয়ার্টার ফাইনালের শিকার হিসেবে আমার পছন্দ ভারত, আপনার?

লেখক: প্রভাষ আমিন, সাংবাদিক ও এসোসিয়েট হেড অব নিউজ, এটিএন নিউজ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।