আশুলিয়ার ঝুটপল্লীর আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০২:৪২ এএম, ১১ মার্চ ২০১৫

আশুলিয়ায় বুধবার ভোর ৫টার দিকে ঝুটপল্লীতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ঝুটপল্লীর একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা(ডিইপিজেড)ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ভোরে ইউনিক এলাকায় জিএসএম অ্যাপারেলসের পাশে ঝুটপল্লীর একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের গুদাম ও পার্শ্ববর্তী শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।