অল আর রাবিশ, ইট ইজ আটার্লি ননসেন্স


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০১ জুলাই ২০১৪

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি। এটি ইনকাম ট্যাক্স আইনেই আছে। আমি নতুন করে কিছু করিনি। যারা এ সব নিয়ে কথা বলে, তারা অল আর রাবিশ। ইট ইজ আটার্লি ননসেন্স।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কালো টাকা সাদা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি ঠিক করেছি, রিয়েল স্টেটসে স্কয়ার ফুট অনুযায়ী জরিমানা দিয়ে বিনিয়োগ করা যাবে। এটিও আইন অনুযায়ী।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।