শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৩ আগস্ট ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ এম এ রশিদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দ অধিদপ্তর। বুধবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণে আনুমানিক মূল্য প্রায় প্রায় এক কোটি দশ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কাস্টমস হলের সামনে এম এ রশিদকে আটক করে তার ব্যাগ ও শরীর তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার পাশেই পরিত্যক্ত অবস্থায় ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালেশিয়া থেকে স্বর্ণের চালানটি আসে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।