মায়ের ডাকে ধরা দেন জেবুন্নাহার শিলা


প্রকাশিত: ০৬:২২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

রাজধানীর দক্ষিণখানের আশকোনা পূর্বপাড়ার একটি বাসায় রূপনগরে নিহত জঙ্গি মেজর (সেনাবাহিনী থেকে বহিষ্কৃত) জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলার অবস্থান নিশ্চিত হওয়ার পর তার মা ও ভাইকে গ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ।

এরপর শিলাকে ধরতে কৌশলী পদক্ষেপ নেয়া হয়। শিলাকে আত্মসমর্পণ করাতে ভাই ও মাকে নিয়ে আনা হয় জঙ্গি আস্তানার সামনে। তাদের হাতে দেয়া হয় হ্যান্ডমাইক। মাইকে শিলাকে আত্মসমর্পণের ডাক দেন তারা।

এ সময় শিলার মা মাইকে বলেন, মা শিলা তুমি আত্মসমর্পণ করো।

শিলার আত্মসমর্পণের পর বেরিয়ে আসেন আরেক পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।