মেজর জাহিদের স্ত্রীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজিক্যাম্পের কাছে সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা দুই শিশুসহ দুই নারীকে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

শনিবার সকালে সোয়া ৯টার দিকে আত্মসমর্পণের পরপরই পুলিশের একটি মাইক্রোবাসে করে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

আত্মসমর্পণকৃতদের মধ্যে রয়েছেন রূপনগরে নিহত জঙ্গি মেজর (সেনাবাহিনী থেকে বহিষ্কৃত) জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। এদের দুজনেরই শিশুসন্তান রয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রের সন্ধান পাওয়া গেছে।

এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।