জনগণের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে সিপিএ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ মার্চ ২০১৫
ফাইল ছবি

স্পিকার এবং সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের ক্ষেত্রে সকল দেশের, সকল জনগণের সমঅধিকার নিশ্চিত করতে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ) কাজ করে যাচ্ছে।

গতকাল সোমবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে স্পিকার এসব কথা বলেন। মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্পিকার বলেন, গণতন্ত্রের উন্নয়নের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোতে সিপিএ মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সংসদীয় রীতি-পদ্ধতি, আইন প্রনয়ণসহ জনসম্পৃক্ততার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সমগ্র বিশ্বের তরুণ সংসদ সদস্যদের আগামী দিনের গণতন্ত্র বিকাশে সুযোগ্য নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করতে সিপিএ কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে আমরা সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছি। ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা এসডিজি (সাসটেইনএবল ডেভলপমেন্ট গোল) নিয়ে আগামী দিনে কাজ করতে হবে। আগামী দিনে সংসদ সদস্যদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও অধিক সম্পৃক্ত করতে হবে এবং উন্নয়ন প্রক্রিয়াকে লক্ষ্যমাত্রা অর্জনে আরও সহায়ক করতে হবে।

স্পিকার খাদ্য, জ্বালানী নিরাপত্তা, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ গণতান্ত্রিক উন্নয়ন এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে সিপিএভুক্ত দেশসমূহের সংসদ সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান। একই সাথে এ ইয়াং কমনওয়েলথ এ থিমকে সামনে রেখে তিনি আগামী দিনে তরুণ প্রজন্মকে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে উন্নয়ন অগ্রগতির সকল ধারায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রিটিনের রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম এবং তার পত্নী কেট উইলিয়াম উপস্থিত ছিলেন।

রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের একটি সাধারণ ইতিহাস রয়েছে, যা সদস্য দেশসমূহের নাগরিকদের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া তরুণ সমাজসহ সকল প্রজন্মের নাগরিকদের চিন্তা-চেতনা তুলে ধরতে কমনওয়েলথ একযোগে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে স্পিকার কমনওয়েলথ সেক্রেটারিয়েটে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।