নেচে গেয়ে বিজয় উদযাপন


প্রকাশিত: ১১:১৭ এএম, ১০ মার্চ ২০১৫

নেচে গেয়ে, রং মেখে আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় বিজয় উদযাপন করছে গোটা রাজধানীবাসী। বাংলাদেশ দলের এই বিশাল জয়ে মঙ্গলবার  রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ টাইগার বাহিনীকে জানিয়েছেন হৃদয়ের উষ্ণ অভিনন্দন।

গতকাল সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় বিজয় মিছিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর রাজপথে উচ্ছাস প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ। যথারীতি এর মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। নেচে-গেয়ে, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত গোটা ক্যাম্পাস।

এদিকে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আনন্দ মিছিল করেছে।

বঙ্গবন্ধু এভিনিউন্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১২ টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ সময়ে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, নগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে। মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’ স্লোগান দিতে থাকে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। টিএসসিতে এসে বাজানো হয় শিল্পী আসিফ আকবরের ‘শাবাশ বাংলাদেশ’ গানটি। শিক্ষার্থীরাও সঙ্গে সঙ্গে সুর মেলায়।

একই সঙ্গে ‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’ গানটি গাইতে গাইতে নেচে গেয়ে আনন্দ মিছিল করে মিছিলে অংশ নেওয়া সবাই। একে অপরকে রং মাখামাখিও বাদ ছিলো না। এভাবে আনন্দমুখর হয়ে ওঠে পুরে টিএসসি এলাকা। এ সময়ে সবার মাথায় ছিলো জাতীয় পতাকা, শাবাশ বাংলাদেশ সংবলিত ব্যান্ড। এসময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

এর আগে সকালে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কদম ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।