রাজধানীর বহুতল ভবনে সিসিক্যামেরা স্থাপনের নির্দেশ


প্রকাশিত: ১১:১১ এএম, ১০ মার্চ ২০১৫

রাজধানীর বহুতল ভবনগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ও নাশকতা এড়াতে সিসিক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, বহুতল ভবনগুলো থেকে কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব বাড়ি মালিকগণ এড়াতে পারবেন না। তিনি বলেন, স্বাধীনতা দিবসের দিন রাষ্ট্রপতিসহ অন্যরা যাতে নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে যেতে পারেন সেজন্য বহুতল ভবনের ওপর বিশেষ নজর রাখা হবে।

আসাদুজ্জামান আরও বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাজ করবে।
 
বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।