পল্লবী বিহারী ক্যাম্পে আহত যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১০ মার্চ ২০১৫

রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পে পিটিয়ে আহত হওয়া আবুল কালাম (৩৫) মারা গেছেন। মঙ্গলবার ভোর পৌনে ৪ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আবুল কালাম স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের কাজ করতেন। রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর লাইনের রহমত ক্যাম্পে বসবাস করতেন তিনি। এক ছেলে দুই মেয়ে সন্তানের জনক ছিলেন নিহত আবুল কালাম।

নিহতের দুলাভাই আব্দুস সালাম জানান, গত ৬ মার্চ পল্লবী বিহারী ক্যাম্পে নিজেদের থাকার জায়গার সীমানা নিয়ে ক্যাম্পের বাসিন্দা আবদুল গাফফার, তার স্ত্রী রানি, রাহিম ও মুন্নার সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে কালামের উপর হামলা চালায়। এতে কালাম এবং তিনি আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে কালাম মারা যান।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।