সচিবালয়ের সামনে বোমা বিস্ফোরণ


প্রকাশিত: ০৯:২০ এএম, ১০ মার্চ ২০১৫
ফাইল ছবি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে সচিবালয়ের সামনে দুটি শক্তিশালী হাতবোমা বিস্ফোরণের ঘটনা  ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফোরণকালে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্বে টহল পুলিশের টিম উপস্থিত ছিল। নাশকতাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে চলে গেলেও পুলিশ তাদের সনাক্ত বা আটক করতে পারেনি।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।