শাহজালালে ৮টি স্বর্ণের বার উদ্ধার


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১০ মার্চ ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে একটি ইলেক্ট্রনিক ডিভাইস থেকে বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো গেম ডিভাইসের ব্যাটারির পাশে লুকানো একটি পার্সেলে ছিল। দুবাই থেকে ঢাকাগামী একটি বিমানে পার্সেলটি আসে।

পার্সেলে প্রাপকের ঠিকানা ছিল হৃদয় ইলেক্ট্রনিকস, ই৭১, নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম। আর প্রেরকের জায়গায় ঠিকানা ছিল জনাব মোহাম্মদ, পিও বক্স নং ৪৬৬৬৮, ইউএই।

গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা পার্সেলের ঠিকানা ধরে অনুসন্ধান শুরু করবেন বলে জানান।

জেইউ/এসএইচএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।