খেলার ফাঁকে অটোগ্রাফ নিষিদ্ধ
খেলার ফাঁকে ভক্তদের অটোগ্রাফ দিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন থেকে বিশ্বকাপের মাঝে ধোনি-কোহলিরা তাদের ভক্তদের আপাতত অটোগ্রাফ দিতে পারেবেন না।
বোর্ড চিন্তা করছে, অটোগ্রাফের ছুঁতোয় জুয়ারিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্রিকেটররা। আর তাই আইপিএলে শ্রীসন্থদের কীর্তি দেখে বিসিসিআই কাণ্ডে আর কোনও ঝুঁকি না নিয়ে খেলার মাঝে অটোগ্রাফে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এমনিতেই ভারতের মাঠে নিরাপত্তার কড়াকড়িতে ভারতীয় ক্রিকেটারদের হাতের কাছে পান না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বিদেশে বিশেষ করে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে খেলার মাঝে খেলোয়াড়দের কাছে পৌঁছে অটোগ্রাফ জোগাড় করা অপেক্ষাকৃত অনেক সহজ। জিনিউজ
এএ/আরআইপি