নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১০ মার্চ ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ৩১ মার্চের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা না দিলে আপিল বিভাগের শুনানি শুরু হবে বলেও দু`পক্ষের আইজীবীদের জানিয়েছেন আদালত।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার কথা থাকলেও দু`পক্ষই সার সংক্ষেপ জমা দেয়নি।

গত বছরের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-১। পরে নভেম্বরে নিজামীর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।

বিএ/আরআইপি


             

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।