অপরূপ সৌন্দর্যে ভরা সলোমন দ্বীপ


প্রকাশিত: ০৫:০০ এএম, ১০ মার্চ ২০১৫

সলোমন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্পন্দনশীল একটি দ্বীপ। দ্বীপটির অনন্য সৌন্দর্য সামুদ্রিক শহরটিকে দিয়েছে এক অন্য মাত্রা। দ্বীপে যাবার সেতুটি অসাধারণ, পার হতে গেলে মনে হয় যেন সোজা আকাশে যাচ্ছি। রেলিং বিহীন সেতুটি উঁচু করে বানানো যেন জাহাজ যেতে পারে বিনা বাঁধায়। সেতুটির নাম গভর্নর থমাস জনসান ব্রিজ। শহরটির পেটুজেন নদী চেসাপিক সমুদ্রে মিশে গেছে এখানে।


১৬৮০ সালে বোর্নে, পরে ১৭৪০ সালে নাম পরিবর্তন হয়ে সমারভিল দ্বীপ। ১৮৬৭ সালে চূড়ান্তভাবে আইজ্যাক সলোমন এর নামে দ্বীপটির নামকরণ কনা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় কমোডোর জোসুয়া এই দ্বীপ থেকে চেসাপিক সমুদ্রে ব্রিটিশ ভেসেলে আক্রমণ করার জন্য ফ্লোটিল্লা ভাসিয়ে ছিল। এমনি সব ইতিহাস ছড়িয়ে রয়েছে দ্বীপটির প্রতিটি কোণায়।

দ্বীপটির নৌকাঘাটি উল্লেখ করার মতো। পুরো দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য রয়েছে হাঁটার পথ এবং সাইকেল। জলে কিংবা স্থলে একটি পুরো দিন অবকাশ যাপনের দ্বীপটি হতে পারে আপনার অনন্য গন্তব্য। বাংলা বা ভারতীয় কোনো রেস্তোরা না থাকলেও রয়েছে সিফুডের সমাহার। এখানে প্রতি সন্ধ্যায় বসে গানের আসর, পৃথিবীর সব নামকরা শিল্পীদের আয়োজন থাকে সারাবছর জুড়েই।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে দ্বীপটির দূরত্ব ৫৫ মিনিটের পথ। গোধূলি লগ্নের অসাধারণ দৃশটি ধারণ করা হয় এ বছরের জুলাই মাসের ৫ তারিখ, স্বাধীনতা দিবসের ছুটিতে। আমার শহর থেকে দ্বীপটির দূরত্ব ছিল ১২০০ কি.মি. প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দ্বীপের স্মৃতি আমার দীর্ঘ পথের ক্লান্তি ঘুচিয়ে দিয়েছিল।

লেখক : প্রকৌশলী সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।