যান্ত্রিক ত্রুটিতে আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ১০টি ইউনিটের মধ্যে নয়টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর ফলে ব্রাহ্মণবাড়িয়াসহ পাশের কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেবির একটি সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে চালুকৃত ১০টি ইউনিটের মধ্যে ৯টি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে যায়।
বন্ধ ইউনিটগুলো চালু করার জন্য চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে।
বিএ/পিআর