এমপিদের সামাজিক কার্যক্রম এসডিজি অর্জনে ভূমিকা রাখবে


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এমপিরা সারাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং যুব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
 
স্পিকার বলেন, রাষ্ট্রীয় কার্যক্রমে সারা বিশ্বে আজ সংসদ সদস্যদের মতামত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই আন্তর্জাতিক ফোরামসহ সব ক্ষেত্রে তাদের মতামত নেয়া হচ্ছে। ইউএনএফপির সাহায্যে এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বিএপিপিডির মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যরা বিভিন্ন সামাজিক ইস্যুতে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। ফলে তারা মাতৃস্বাস্থ্য উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও যুবসমাজের উন্নয়নে অবদান রাখছেন।

তিনি বলেন, এমপিরা প্রতিনিয়ত বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে গণসংযোগ করেন। যেকোনো সামাজিক ইস্যুতে তাদের বক্তব্য সমাজের মানুষের মাঝে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।

শিরীন শারমিন বলেন, সংসদ সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্পৃক্ত করে সামাজিক ইস্যুগুলো বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের পাশাপাশি বাবাদেরও সম্পৃক্ত ও সচেতন করতে হবে।

সভায় জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ মো. শাহাব উদ্দিন, শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, ডা. হাবিবে মিল্লাত, বেগম ফজিলাতুন নেসা, সানজিদা খানম, ফকরুল ইমাম, সেলিনা বেগম, উম্মে কুলসুম স্মৃতি, বেগম নূর ই লায়লা চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।