মিডিয়া চাইলে কেউ পালিয়ে কর্মসূচি দিতে পারবে না
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কেউ যদি বিদেশে পালিয়ে থেকে প্রেস ব্রিফিং পাঠায়, সেক্ষেত্রে তাকে ধরে আনা সহজ ব্যাপার নয়। এক্ষেত্রে সাংবাদিক ও মিডিয়ার দায়িত্ব রয়েছে। এ ব্যাপারে সাংবাদিক ও মিডিয়া যদি আর একটু দায়িত্বশীল হয়, তাহলে তারা আত্মগোপন বা বিদেশে পালিয়ে থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রেস বিফিং দিয়ে কোন কর্মসূচি ঘোষণা করতে পারবেন না।
সোমবার কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করে সাময়িকভাবে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারলেও দীর্ঘ সময় এ কর্মসূচি ধরে রাখা সম্ভব নয়। জনগণ তাদের হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।
তিনি আরো বলেন, এই হরতাল-অবরোধের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাই তাদের কর্মসূচি সফল হবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কৃষি কর্মকর্তা কিংকর চন্দ্র দাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরএস/আরআই