ত্বকের ভাঁজ দূর করতে


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৯ মার্চ ২০১৫

ভাঁজহীন সুন্দর ত্বক পেতে চান সবাই। তাই ফল খাওয়ার নিয়মিত অভ্যাস গড়ে তুলুন, সেই সঙ্গে ফল দিয়ে ত্বকের যত্ন নিন। আপনার ত্বক থাকবে কোমল ও ভাঁজহীন।

ফলের প্যাক সবসময় ফ্রেশ বানিয়ে তারপর লাগাবেন। যে কোনো রকমের ফলের প্যাক ব্যবহার করার আগে নিজের ত্বকের ধরন ভালো করে জেনে নিন। তা না হলে ত্বকে ইরিটেশন অথবা অ্যালার্জি হতে পারে। আপনার ত্বক অনুযায়ী ফলের প্যাক বেছে নিন।

বাঙ্গির খোসা, মটর ডাল বাটা, ডিমের কুসুম, কয়েক ফোঁটা লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।