পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিন সহকর্মী


প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১২ আগস্ট ২০১৪

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তারই তিন সহকর্মী। মঙ্গলবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষীরা হলেন- সমাজ বিজ্ঞানের শিক্ষক বাবুল কুমার কর্মকার, গণিতের শিক্ষক জগদিশ চন্দ্র পাল, শারীরিক শিক্ষার শিক্ষক জান্নাতুল নেসা। সাক্ষ্যগ্রহণকালে আসামি পরিমল জয়ধরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করে শিক্ষক পরিমল। ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুনও ধর্ষণ করে। ২০১১ সালের ৬ জুলাই পরিমল গ্রেফতার হয়। ২০১২ সালের ৭ মার্চ মামলাটিতে আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।