সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছেন সাখাওয়াত


প্রকাশিত: ০৩:২০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

দুদিন পরই ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। আনুষ্ঠানিকভাবে আজ রাতে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। ঠিক এই মুহূর্তে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রের সবকটিকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। তারপরও জয়ের ব্যাপারে আশা ছাড়ছেন না। সোমবার রাতে জাগো নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটিতে গত নির্বাচনের শেষ মুহূর্তে সরে গিয়েছিলেন বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। আপনার অবস্থান এবার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন,‘গতবার দলীয় সিদ্ধান্তটা এসেছিল। কারণ তখন শেখ হাসিনার প্রার্থী ছিল শামীম ওসমান। শেখ হাসিনার প্রার্থীকে পরাজিত করার জন্য তখনকার স্বতন্ত্র প্রার্থী সেলিনা হায়াত আইভীকে বিজয়ী করতে বিএনপি প্রার্থী প্রত্যাহার করেছিল। কিন্তু এবার তো এমন কেউ নেই যে, যার জন্য বিএনপি তাদের প্রার্থী প্রত্যাহার করবে। এবার শেখ হাসিনার প্রার্থী আইভী। তাকে আমাদের পরাজিত করতে হবে। তাই না’।

সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা গেছে, বিএনপির প্রার্থীর এজেন্টরা বেশিরভাগ কেন্দ্রেই যায়নি। নির্বাচনের দিন আপনার এলাকায় আপনার দলের নেতাকর্মীরা কি শেষ পর্যন্ত মাঠে থাকবে- এমন প্রশ্নের উত্তরে সাখাওয়াত বলেন, দেখুন ঢাকা সিটির নির্বাচন আর নারায়ণগঞ্জের নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য। এটা তো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এখানকার বিষয়টা একেবারেই আলাদা।

shakhawat

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আপনি একাধিকবার সেনা মোতায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণেরও অভিযোগ করেছেন সরকার সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। দেখা গেছে, নির্বাচন কমিশন আপনার কোন অভিযোগ আমলে নেয়নি। এমন বাস্তবতায় কেমন নির্বাচন হতে পারে, জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাবেক এ সভাপতি বলেন, সুষ্ঠ নির্বাচন হবে সেই আশা নিয়েই নির্বাচনে এসেছি, সেই প্রত্যয় নিয়ে নির্বাচনে এখনও রয়েছি। এখন পর্যন্ত আমরা আশাবাদী নির্বাচন কমিশন এবং সরকার নারায়ণঞ্জবাসীকে একটা সুষ্ঠ নির্বাচন উপহার দিবে।

শোনা যাচ্ছে স্থানীয় অনেক নেতাই আপনার পক্ষে কাজ করছেন না। তবে কেন্দ্র থেকে দলের নেতাকর্মীরা আপনার সমর্থনে প্রচারে এসেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আসায় আমি খুশি, নারায়ণগঞ্জবাসী খুশি, ভোটাররাও খুশি। নারায়ণগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ। তৃণমূল নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় নেতারা আসার কারণে নারায়ণগঞ্জে বিএনপি আরও চাঙ্গা হয়েছে। উজ্জীবিত হয়েছে। সবার আগমণে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ১৭৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তবে কেন্দ্রগুলোতে ঝুঁকি থাকা স্বত্ত্বেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যদিও এর আগে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচন কমিশন বরাবর তিনি চিঠি দিয়েছিলেন।  

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী জানতে চাইলে  তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি ষাট-সত্তর ভাগ ভোট পাব ইনশাআল্লাহ। লক্ষাধিক ভোটে নির্বাচিত হব।নারায়ণগঞ্জের নগরপিতা হিসেবে আমিই নির্বাচিত হব ইনশাআল্লাহ’।

এমএম/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।