দুদক চেয়ারম্যানকে উকিল নোটিশ


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৯ মার্চ ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের এখতিয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমে কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন। রোববার এ উকিল নোটিশ পাঠানো হয়।

কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, রোববার এ সংক্রান্ত নোটিশ পেয়েছি তবে বিস্তারিত না পড়ে মন্তব্য করতে চাই না।

নোটিশে চেয়ারম্যানের পাশাপাশি কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে, তারা চেয়ারম্যানের আইন বহির্ভূত কাজকে অবৈধভাবে সমর্থন দিচ্ছেন।

এছাড়া নোটিশে চেয়ারম্যানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, কমিশনের অন্য সদস্যদের মতামত উপেক্ষা করে চেয়ারম্যান সিদ্ধান্ত গ্রহণ করছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।