রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে মেসি


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৯ মার্চ ২০১৫

রায়ো ভায়াকানোর বিপক্ষে হ্যাটট্রিক করে রোনালদোকে পেছনে ফেলে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক বনে গেলেন মেসি। ২৩ হ্যাটট্রিক নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকায় নেমে গেলেন দ্বিতীয় স্থানে।

ম্যাচের ৫৬ থেকে ৬৮- মাত্র ১২ মিনিটেই দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। ৫৬ মিনিটে লুইস সুয়ারেজকে ডি বক্সের ভেতরে অবৈধভাবে বাধা দিলে রায়ো ভায়াকানোর টিটো’কে লাল কার্ড দেয়ার পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি আর্জেন্টিনার মহাতারকা।

৬৩ মিনিটে ডি বক্সের ভেতরে সুয়ারেজের পাস থেকে গোল করেন মেসি। ৬৮ মিনিটে পেদ্রোর একটি পাস অসামান্য দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নেন আর্জন্টাইন স্ট্রাইকার। গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ৩২তম হ্যাটট্রিক। আরেক দিক থেকে রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। চলতি মৌসুমে লা লিগায় দুজনের গোলই এখন ৩০।

এমআর/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।