প্রথম কারা একাডেমি হচ্ছে রাজশাহীতে
দেশের প্রথম কারা একাডেমি হচ্ছে রাজশাহীতে। রাজশাহী কেন্দ্রীয় কারা প্রশিক্ষণ একাডেমিকে পূর্ণাঙ্গ এই কারা একাডেমিতে রূপান্তন্তির করা হবে। এ বিষয়ে বুধবার এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কারা একাডেমির উদ্যোগ নেওয়ার প্রায় ১৯ বছর পর এ ঘোষণা আসছে বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কারাগারের নিজস্ব জমিতে গড়ে তোলা হবে এই একাডেমি। পৃথক প্রশাসনের মাধ্যমে এক সঙ্গে আড়াইশ’ কারারক্ষীদের এই একাডেমিতে গবেষণামূলক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, ১৯ বছর ধরে জন-প্রশাসন অধিদফতরে আটকে ছিলো রাজশাহীতে কারা একাডেমি প্রতিষ্ঠার ফাইল। এতে কারা একাডেমির (ট্রেনিং ইনস্টিটিউট) প্রতিষ্ঠার ওই প্রকল্পটির বাস্তবায়নে তৈরি হয় এক ধরনের অনিশ্চয়তা। এর আগে ১৯৯৫ সালে ওই প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ জন্য নিয়োগও দেওয়া হয় প্রকল্প কর্মকর্তা।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাফিকুল ইসলাম খান জানান, কারা একাডেমি রাজশাহীতে নির্মাণ করা হলে এটি হবে দেশের প্রথম কারা একাডেমি। গবেষণার মাধ্যমে কারারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে এই একাডেমিতে। এরই মধ্যে কারারক্ষী ও মহিলা কারারক্ষীর অনেক ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। কারা একাডেমি নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এক সঙ্গে আড়াইশ’ কারারক্ষী প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে জানান সিনিয়র জেল সুপার।